নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেছেন কোচ। পরে পালাতে গিয়ে কোচের বাড়ির দোতলা থেকে ঝাঁপ দিয়েছেন খেলোয়াড়। ভারতের তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে। সেই স্কোয়াশ খেলোয়াড় রাতে থানায় গিয়ে মুরুগেসান নামের সেই কোচের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কাঞ্চীপুরমের সেই কোচকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। খবরটি প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, কাঞ্চীপুরমের স্টেশন রোডের কাছে পেরারিগনর অন্না জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অভিযুক্ত কোচ। সেখানে স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি অফ তামিলনাড়ুর পরিচালিত একটি কোর্সে স্কোয়াশের প্রশিক্ষণ নিয়েছিলেন ১৯ বছরের ওই কলেজছাত্রী।
তরুণীর অভিযোগ, রোববার স্টেডিয়ামে গিয়ে অনুশীলন শেষের প্রশংসাপত্র নিতে গেলে সেটি নিজের বাড়ি থেকে সংগ্রহ করার কথা বলেন কোচ। স্টেডিয়ামের পাশেই কোচের বাড়ি থাকায় তাতে রাজি হয়ে যান তিনি। তবে কোচের বাড়িতে গেলে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ করতে থাকেন তিনি। তাতে বাধা দেওয়ায় ধর্ষণের চেষ্টা করেন কোচ। কোনো রকমে দোতলা থেকে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী কোচের বিরুদ্ধে তামিলনাড়ু প্রিভেনশন অফ উইমেন হ্যারাসমেন্ট অ্যাক্ট-এর ৪ নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সোমবার আদালতে হাজির করানো হলে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।