জাতীয়

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে স্কুল ছাত্ররা,ব্যাগে ছিল কনডম!

(Last Updated On: )

স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিলো পাঁচ কিশোর। ফরমাল ড্রেসে সাধারণ দর্শনার্থী মনে হলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট।

তল্লাশী চালান ব্যাগে। পাওয়া যায় স্কুল ড্রেস ও কনডম। তারা সবাই ৮ম শ্রেণির ছাত্র। এরপর অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ স্কুলছাত্রকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ স্কুলছাত্রের ব্যাগ তল্লাশি করেন। এ সময় তাদের ব্যাগে পাওয়া যায় স্কুলড্রেস। তিনজন ছিল টি-শার্ট পরিহিত, অন্যজন শার্ট।

পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় তারা। এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা (পিএএ) জানান, গোপন সূত্রে অবগত হয়ে তারা এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, স্কুলের কোনো বাচ্চা স্কুল চলাকালে পার্কে আসতে পারবে না। আটক বাচ্চারা ড্রেস ব্যাগে লুকিয়ে পার্কে প্রবেশ করে। তাদের ব্যাগ চেক করে তাদের কাছে কনডম পাওয়া গেছে। বিষয়টি আসলেই বিস্ময়কর।

আটকদের স্কুল শিক্ষক ও তাদের অভিবাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।