জাতীয়

গরু ও খাসি কোরবানি দিয়েছেন খালেদা জিয়া

(Last Updated On: )

ঈদের দিন তিনটি গরু ও দুটি খাসি কোরবানি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ম্যাডামের স্টাফদের জন্য তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুটি গরু কোরবানি দেয়া হয়েছে এবং বাসায় একটি গরু ও দুটি খাসি কোরবানি দিয়েছেন।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় খাসি এবং তার এলাকায় ঠাকুরগাঁওয়ে গরু কোরবানি দিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।