চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় মৃত্যু-আক্রান্ত কমছে

(Last Updated On: )

চট্টগ্রাম গত এক সপ্তাহ আগেও যেখানে দৈনিক গড়ে ১২ থেকে ১৪ জনের মৃত্যু ঘটেছে, বর্তমানে সেই মৃত্যুর সংখ্যা ৭ থেকে ৮ জনে নেমে এসেছে। এছাড়া আক্রান্ত ও শনাক্তের সংখ্যাও কমেছে আশানুরূপ।

গত সপ্তাহে যেখানে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিলো এক হাজার থেকে ১২শ’ জন বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে ৩ থেকে ৫০০ জনের মধ্যে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৩০ জনের এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

সোমবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় পিসিআর ল্যাবসমূহে ১ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। যা বিগত সপ্তাহের চেয়ে প্রায় ৬০ শতাংশ কম। একইভাবে গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিলো ১২ থেকে ১৪ জন। এই সংখ্যা সোমবার ৭ জনে নেমে এসেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় মারা গেছেন ২ জন এবং বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫ জন। সর্বশেষ ৭ জনসহ চট্টগ্রামে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জন।