চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবন চত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় সীমানা প্রাচীর ভেঙে ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায় নি।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কোতোয়ালী থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে একটি কাভার্ডভ্যান ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিপদমুক্ত।