চট্টগ্রাম

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ২৪

(Last Updated On: )

চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি ফিল্ড এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন মো. হাশিম (৩৫) নিহত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডাবলমুরিং জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল ওয়ারীশ জানান, ‘গাড়ি পার্কিং নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে হাশিম নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে।

হাশিমের বাড়ি হালিশহরের রঙ্গিপাড়ায়। পুলিশ এই ঘটনায় কমপক্ষে ২৪ জনকে আটক করেছে।