চট্টগ্রাম নগরের বালুচরা এলাকায় অবস্থিত সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এ সময় আগুনে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র ও কম্পিউটার সরঞ্জাম পুড়ে গেছে।
নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. তানভির আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে কাগজের ফাইল পত্রের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।