জাতীয়

চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে একযোগে ওএসডি

(Last Updated On: )

শিক্ষা মন্ত্রণালয় বুধবার (১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে দেশের চারটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগের সিদ্ধান্ত নেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে নিজ বেতনক্রমে ওএসডি হিসেবে কর্মরত থাকবেন।

এই কর্মকর্তারা হলেন, যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার (অর্থনীতি), কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম (ব্যবস্থাপনা), ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের (ইতিহাস) এবং রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান (সমাজবিজ্ঞান)।

তাদের প্রেষণ প্রত্যাহার করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তারা আগামী ৭ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগদান করবেন, অন্যথায় সেই দিন অপরাহ্ণে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।