জাতীয়

চেকপোস্টে করোনা রোগী, হাত বাড়ালেন ম্যাজিস্ট্রেট

(Last Updated On: )

নিজের জন্য অক্সিমিটার কিনতে বের হয়েছেন এক করোনা রোগী। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয় চেকপোস্টে। বাড়ির বাইরে বের হওয়ার কারণ জেনে এগিয়ে এলেন নির্বাহী ম‌্যাজিস্ট্রেট। নিজের গাড়ি পাঠিয়ে ওই রোগীর জন্য আনালেন অক্সিমিটার।

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় শুক্রবার বিকেলে ঘটেছে ঘটনাটি।

করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান। তিনি রূপালী ব‌্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা।

নগরীর ওই চেকপোস্টে তখন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান।

নির্বাহী ম‌্যাজিস্ট্রেট মুশফিকুর জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন ব্যাংক কর্মকর্তা মেহেদি। পরে করোনা শনাক্ত হওয়ায় ও স্বজনরা কেউ কাছে না থাকায় বেশ বিপাকে পড়েন তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা জানতে দরকার অক্সিমিটার। সেটি কিনতেই বাইরে বের হন তিনি।

তিনি বলেন, ‘মেহেদি নিজেই বাইক নিয়ে বের হন। নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করালে জানতে পারি তিনি করোনা পজিটিভ। পরে গাড়ি পাঠিয়ে তার জন‌্য অক্সিমিটার কিনে এনে তাকে দিই।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে আমার ফোন নম্বর দিয়েছি। যেকোনো ধরনের সহযোগিতার জন‌্য বলেছি আমাকে কল করতে।’

অক্সিমিটার হাতে পেয়েই ওই ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে যান বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।