জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শনিবার জাতীয় সংসদে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এখন করোনার মৃদু উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন। শনিবার রাতে জ্বরে ভুগলেও এখন স্বাভাবিক আছেন তিনি।
সাবেক ছাত্রনেতা শিরীন আখতার বর্তমানে ফেনী-১ আসনের সংসদ সদস্য। এ আসনে তিনি গত মেয়াদেও সংসদ সদস্য ছিলেন।