পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাসের সামনে সংগঠনটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জিতেন কান্তি গুহকে মারধরের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা এ বর্বরতার ধিক্কার জানাই। একই সঙ্গে সরকারের কাছে আবেদন জানাই, এমন বর্বর ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নটু ঘোসের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।
এসময় আরও বক্তব্য দেন, বদিউল আলম বদি, চৌধুরী ফরিদ, হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাডভোকেট চন্দন তালুকদার, অরবিন্দ পাল অরুন, অধ্যাপক অৰ্পণ কান্তি ব্যনার্জী, লায়ন দুলাল চন্দ্ৰ দে, অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু, ড. বিপ্লব গাংগুলী, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, আবু আহামদ চৌধুরী ঝুনু, রনবীর ঘোষ টুটুন, অরুপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, মিলন শর্মা, লায়ন শংকর সেনগুপ্ত, মো. নাছির উদ্দীন, মিথুন মল্লিক, বিমল মিত্র, দেবাশীষ দত্ত ক্রেডিট, প্রকৌশলী চিনশন ভৌমিক, এড নিখিল নাথ, রুবেল দেব, মাষ্টার শ্যামল কান্তি দে, রতন বিশ্বাস, অমৃত লাল দে, তাপস কুমার দে, দেবাশীষ আচার্য, ডা. কাজল কান্তি বৈদ্য, শ্যামল বিশ্বাস, ভবশংকর ধর, বিশ্বজিত দাশ, ডা. আর কে দাশ, বুবেল দত্ত, অলক কুমার দে, বিকাশ কুমার দে, নুপুর দাশ প্রবীর, অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, প্রনব দাশ, প্রদীপ দে প্রমুখ।