আন্তর্জাতিক

টিকাকে ‘না বলা’ বেলজিয়ামের সেই বক্সারের মৃত্যু করোনায়

(Last Updated On: )

করোনায় টিকা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে না আনতে পারলেও বাঁচার ও সুস্থ থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়- বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার এমন কথা বলা হলেও প্রথম দিন থেকেই টিকাকে অবজ্ঞা করে আসছিলেন তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন ফ্রেদেরিক সিনিস্ত্রা। কখনও টিকা দেবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

কিন্তু এখন সেই রেসলারই প্রাণ হারালেন করোনায়। টিকা না নেওয়াটাই কাল হয়েছে বেলজিয়ামে ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ হিসেবে পরিচিতি পাওয়া সিনিস্ত্রার, জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১৫ ডিসেম্বর ৪১ বছর বয়সে সিনিস্ত্রা মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা।

গত নভেম্বরে করোনায় আক্রান্ত হন সিনিস্ত্রা। শেষ দিকে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয় তাকে।

সেই সময় হাসপাতালের বেডে শুয়ে সিনিস্ত্রা লিখেছিলেন— ‘পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসায় থেকে সুস্থ হচ্ছি, যেভাবে সুস্থ হওয়ার কথা। আরও হাজারগুণ শক্তিশালী হয়ে আমি সবার মাঝে ফিরব।’

কিন্তু ফিরতে পারলেন না, বেলজিয়ামের লিয়েজে মারা গেলেন এই কিক বক্সার।

এদিকে টিকা না নেওয়া স্বামীর করোনার মৃত্যু হয়েছে তা স্বীকার করতে নারাজ সিনিস্ত্রার স্ত্রী।