রেলের অর্থ ও হিসাব শাখার জুনিয়র কর্মকর্তা ফয়সাল মাহমুদ সাড়ে ৭২ লাখ আত্মসাতের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি।
গত ২৫ মে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে এই মোটা অঙ্কের অর্থ আত্মসাতের প্রমাণ মিলিছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা এবং প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার।
তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি সব কিছু যাচাই বাছাই করে গত বছরের আগস্ট মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন। পুলিশ গ্রেফতার করার পর তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার যত ব্যাংক হিসাব রয়েছে তা জব্দ করা হয়েছে।
গত ৮ মে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মো. শাহজাহানের অভিযোগের প্রেক্ষিতে ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরদিন ৯ মে বিকেলে ফয়সালকে খুলশী থানায় হস্তান্তর করা হয়। সর্বশেষ গত ১২ মে দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদি হয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়।