প্রধান পাতা

দ্বীপশিখা খেলাঘরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপস্থ খেলাঘরের শাখা দ্বীপশিখা খেলাঘর আসরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৯ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি যথাক্রমে সাংবাদিক আবুল ফজল বাবুল, অধ্যাপক ভগীরত দাশ, অধ্যাপক বিপ্লব বসু, খেলাঘর সংগঠক সেহাব উদ্দিন সাইফু।

আসরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক শ্রাবন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখ আসরের প্রতিষ্ঠাতা ডা. মিহির বরণ বড়ুয়া, সহ সভাপতি উত্তম কুমার বড়ুয়া, শিক্ষক জয়দত্ত বড়ুৃয়া, শিক্ষক কানন বিকাশ বড়ুয়া, শিক্ষক সুমী বড়ুয়া, শিক্ষক বাণীব্রত চৌধুরী, অধ্যাপক সৌরভ বড়ুয়া, রয়েল বড়ুয়া, সুভাষ বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের হাতে সনদ পত্র তুলে অতিথিবৃন্দ ।