দুবাইয়ে বোরকা পরে নারী সেজে ভিক্ষা করে গ্রেপ্তার হলেন এক তরুণ। দেশটির পুলিশ জানায়, একটি মসজিদের কাছে বসে ভিক্ষা করছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই আরব তরুণ ‘‘আবায়া এবং নেকাবে আচ্ছাদিত হয়ে নারীর ছদ্মবেশে’’ একটি মসজিদের কাছে ভিক্ষা করছিলেন বলে জানিয়েছে দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
পুলিশ জানায়, ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য চালানো অভিযানের অংশ হিসেবে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবক নিজের ছদ্মবেশের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলেন,পুরুষদের তুলনায় নারী ভিক্ষুকরা মানুষের কাছে বেশি সহানুভূতি ও সহায়তা পান। যে কারণে তিনি বোরকা ও আবায়া পরে নারীর ছদ্মবেশে ওই মসজিদের সামনে মুসল্লিদের কাছ থেকে ভিক্ষা আদায় করছিলেন।
পুলিশের সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি বলেন, জনগণের সদিচ্ছাকে পুঁজি করে ভিক্ষুকরা কোন পর্যন্ত কাজ করতে পারে তারই একজন নিদর্শন এই ঘটনা। পবিত্র রমজান মাসেও এমন প্রতারণা করছে মানুষ।