চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শান্তির হাট এলাকায় ও বাইপাস সড়কের কচুয়াই এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
আহতরা হলেন—মমতাজ, শাহ আলম, আলি আহমেদ, রাজীব দে, মহিউদ্দিন ও অমিত দে। আহত বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
পটিয়া থেকে ছেড়ে যাওয়া মমতাজ পরিবহনের একটি মিনিবাস সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ৬ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন, কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
অপরদিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই মহাজনপাড়া এলাকায় সকাল পৌনে ১০টায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের সঙ্গে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শিক্ষার্থী বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন শিক্ষার্থী আহত হন। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিক্ষার্থীরা বর্তমানে নিজ কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন।
পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘পৃথক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি থানা হেফাজতে হয়েছে।