চট্টগ্রামের পটিয়ায় সাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এরফান আলী মাস্টারের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিয়াকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদিয়ার স্বামী কায়ছার তানভীর অমি সৌদি প্রবাসী। তাঁদের একটি ১১ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।