চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন লিংক রোডে মিলেছে ফের অজ্ঞাত লাশ। সড়কটির খেজুরতলা পেয়ারাকুঁঠি এলাকায় আনুমানিক ৪০ বছর বয়স্ক যুবকের লাশটি উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় লাশটির পরিচয় জানা যায়নি। মৃত লোকটির মুখে লম্বা দাড়ি রয়েছে।
পুলিশের ধারণা, শনিবার মধ্যরাতেই লিংক রোডের নির্জন স্থানটিতে লোকটিকে হত্যা করে রেখে দেওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়,পতেঙ্গা থানা পুলিশের একটি দল লাশটির সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
পতেঙ্গা থানার এসআই আকাশ মাহমুদ বলেন, ‘আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছি। এখনো লাশটির পরিচয় আমরা জানতে পারিনি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
প্রত্যক্ষদর্শী আল আমিন শিকদার বলেন, ‘আমরা সমুদ্রপাড়ের এই রোডে হেঁটে কয়েকজন বন্ধু মিলে খেজুরতলা থেকে কাঁটগড় বীচের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রোডের পাশে ঝোপের পাশে লাশটিকে দেখতে পাই। পরে আমরা পুলিশে খবর দিই। লাশটির বুকে ও পিঠে একাধিক ছুরির দাগ রয়েছে।’