জাতীয়

পরীক্ষার আগে ৬তলা থেকে এসএসসি পরীক্ষার্থীর লাফ

(Last Updated On: )

ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (১৪ নভেম্বর) সকালে রংপুর নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে এবং সে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হান রবিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ৬তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।