ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বাস্থ্য খাত বেশ চাপে রয়েছে। দেশটির বেশিরভাগ হাসপাতালেই এখন অতিরিক্ত কর্মী প্রয়োজন। বিশেষ করে সরকারি হাসপাতালে কর্মী সংকট নিত্যদিনের ঘটনা। এমন পরিস্থিতিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের পথে হাটছে বেশ কিছু সরকারি হাসপাতাল। এবার সেই তালিকাতেই যুক্ত হল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিষ্ঠানটি সম্প্রতি সরসারি সাক্ষাৎকারের মাধ্যমে জরুরি নিয়োগ দেবে।
পদের নাম- ডায়মন্ড হারবাল মেডিকেল কলেজ
পদের নাম- মেডিকেল টেকনোলজিস্ট
পদের সংখ্যা- নির্ধারিত না
আবেদন যোগ্যতা
১। ক্রিটিকাল কেয়ার টেকনোলজি-তে ডিপ্লোমা।
২। নার্সিং কাজে আগ্রহ থাকতে হবে।
৩। চাপ সামলে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
বেতন: ১৭২২০ টাকা
আবেদন যেভাবে
১। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে।
২। নির্দিষ্ট দিনে শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ : ৯ জুন, সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। চলবে পুরো মাস।
ইন্টারভিউয়ের ঠিকানা: ডায়ামন্ড হারবার সরকারি মেডিকেল কলেহ ও হাসপাতল, ডায়মন্ড হারবার, সাউথ ২৪ পরগনা।