জাতীয়

বিএনপির এমপি সিরাজের ওপর হামলার অভিযোগ

(Last Updated On: )

বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ।

শহীদ খোকন পার্কের গেটে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই হামলা হয় বলে সিরাজের অভিযোগ।

তিনি বলেন, তিনি জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে শহীদ খোকন পার্কের গেটে পেছন থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তার ওপর হামলা করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলায় তাদের চার-পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, ধাওয়া খেয়ে সংসদ সদস্যসহ তার সঙ্গীরা পাশের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ সংসদ সদস্যসহ তার সঙ্গীদের বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেয়।

সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, সংসদ সদস্যসহ নেতাকর্মীদের পুলিশ পাহারায় দলীয় কার্যালয়ে রেখে আসা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

খোরশেদ আলম বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম। হামলার কোনো ঘটনা ঘটেনি। পাল্টাপাল্টি শ্লোগান হয়েছে।