এক বিশাল রিসোর্ট করেছেন আবদুল্লাহ রানা। সেখানে ঘুরতে আসেন ইমন। একই সময়ে আসেন রিসোর্টের মালিক রানা। সঙ্গে তার মেয়ে নাদিয়া। এ সুবাদে ইমন ও নাদিয়ার সখ্যতা গড়ে ওঠে। বাধ সাধে ইমনের মা। ছেলের বিয়ে নিয়ে যখন মা অস্থির ছিল, সেখানে মা শেষ পর্যন্ত বাধা দেয়। আবদুল্লাহ রানা’র সঙ্গে পরিচয় হওয়ার পর সবকিছুই আটকে যায়। কিছু একটা জটিলতার সূচনা হয়।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। আর অভিনয়ে আছেন চিত্রনায়ক ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান, শেলীসহ অনেকে।
নির্মাতা জানান, আগামী ১৬ ডিসেম্বর রাত ৮টায় ‘হারিয়ে যাওয়া বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইতে।