প্রধান পাতা

বিদেশী অস্ত্র নিয়ে শোডাউন -আটক ২

(Last Updated On: )

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় মোহাম্মদ আলী গ্রুপ ও জাবেদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন—নগরীর হালিশহর এলাকার মোহাম্মদ আলী (২৪) এবং কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. সজল (২৪)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশএসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে বিদেশি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরি পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাহাড়তলী থানা পুলিশ জানতে পারে, আগের টাকা-পয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানা সংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে জাবেদ ও মোহাম্মদ আলী গ্রুপের ৪০ থেকে ৫০ জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মহিম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গেলে উভয় গ্রুপের লোকজন পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোহাম্মদ আলী ও সজলকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে উদ্ধার করা বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তারা সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।