বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন আজ ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নুরুল আমিন চৌধুরী সভাপতি ও রেজাউল করিম রাজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি
