প্রধান পাতা

বোয়ালখালীতে কিশোর শহিদ এখলাছুর রহমানের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

(Last Updated On: )


বোয়ালখালীতে কিশোর শহিদ এখলাছুর রহমানের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ(০৪আগষ্ট) শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
বিকাল ৩টায় খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুল এর সভাপতিত্বে ও নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক কাজল নন্দী, শহিদ এখলাছুর রহমানের ভাগিনা মোজাম্মেল হক এরশাদ, দিশারী খেলাঘরের সাধারণ সম্পাদক প্রবীর শীল,সমাজ কল্যান সম্পাদক সানজিদা আকতার লিজা, প্রিয়া নাথ,দ্বীপ পাল, কাইফা আকতার, হাসনাত মহিম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, বীর কিশোর শহিদ এখলাছুর রহমান একটি অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাই তিনি জীবনবাজি রেখে পাকিস্তানী হানাদার বাহিনীকে রুখতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ আবেদন নিবেদন করেও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে এ শহিদ পরিবার। কিশোর শহিদ এখলাছুর রহমানের পরিবারকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদানের জোরদাবী জানান বক্তারা।