বোয়ালখালীতে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে কৃষক লীগের উপজেলা সভাপতি মো.শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহ-সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সত্যন্দ্রনাথ বড়ুয়া, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শংকর চন্দ, সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড.সেলিম আনসার রানা, দপ্তর সম্পাদক নুরুল কবির, পৌর সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ উদ্দিন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন সভাপতি মো.কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আলম, চরণদ্বীপ সভাপতি আকবর আলী চৌধুরী, চরখিজিরপুর সভাপতি সেকান্দর জাবেদ, কৃষক নেতা বাদশা আলম ও জানে আলম। বক্তারা বলেন, কৃষকরাই হচ্ছেন এ দেশের প্রাণ। তাই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৃষকদের সংগঠিত করে দেশকে ক্ষুধা মুক্ত ও খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে এগিয়ে নিতে হবে।
