বোয়ালখালীতে খেলাঘরের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে । আজ (২০ ফেব্রুয়ারী) বিকালে বোয়ালখালী উপজেলা সদরে প্রতি বছরের ন্যায় নানা রঙের বর্নমালার মিছিল শহিদ মিনারে শেষ হয়। পরে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনারকে নানা রঙের বর্ণমালায় সজ্জিত করে খেলাঘরের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সোপান খেলাঘরের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, দিশারী খেলাঘরের উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রবীর শীল, সহ সাধারণ সম্পাদক নাজমা আকতার, কে এম মিজবাহ উদ্দিন জয়, রাজিয়া সুলতানা,রিয়া মল্লিক,ফারিহা নাঈম ঐশী, সোপান খেলাঘর আসরের হিমেল চৌধুরী, কিশোর কানন খেলাঘরের শিক্ষা ও গবেষনা সম্পাদক ইতুন চৌধুরী,চার ওকারু কলা সম্পাদক শ্রীরাম চৌধুরী ।
