প্রধান পাতা

বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

(Last Updated On: )

বোয়ালখালীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলার উদ্যোগে আছিয়াসহ দেশে অব্যাহত নারী নিপীরণ, ধর্ষণ ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদ ও ব্যার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবীতে ”মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার ১৫ মার্চ বিকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিমেল চৌধুরী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।

মানব বন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, উপজেলা সিপিবির সভাপতি জামাল আবদুল নাসের, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুকান্ত শীল, সাবেক ছাত্সার নেতা সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রুপন দাশ, কৃষক নেতা রফিক ভান্ডারী, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন , মিডিয়ার মাধ্যমে আমরা আছিয়ার মতোন গুটিকয়েক জনের কথা আমরা জানতে পারি কিন্তু হাজার হাজার অছিয়ার কথা আড়ালে থেকে যায়। দ্রুত এরকম সকল ধর্ষণ নিপীরণের বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চিরকাল নারী নিপীড়ণ ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এবারও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আছিয়াসহ সকল নারী নিপীরণ ও ধর্ষণের দ্রুত বিচার দাবি করছে। 

যেখানে আছিয়ার মত আট বছরের শিশুও নিরাপদ নয় এবং প্রনিদিনই ধর্ষণ নিপীড়ণের ঘটনা ঘটছে তখন বুঝতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারলে তার দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করতে হবে।

পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনার থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।