চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন আসিফ (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের পেতন আউলিয়া (রহ) মাজার গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত আসিফ পশ্চিম গোমদণ্ডী মজুমাল তালুকদার বাড়ির মোহাম্মদ ইউসু্ফের ছেলে। আসিফ মাইক্রোবাসের হেলপার হিসেবে কাজ করতেন। আসিফের পিতা ইউসুফ জানান, বিকেলে আসিফ রাস্তা পার হওয়ার সময় সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন আসিফ। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
