বোয়ালখালী উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী ধ্রুব দাস (১১) ও সাত্বক চন্দ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৪ এপ্রিল, বৃহস্পতিবার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া এবং উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত স্কুল শিক্ষার্থী ধ্রুব দাস সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশের ছন্দারিয়া খালে স্নান করতে নেমে ডুবে যায়। সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ধ্রুবর দাদু কৃষ্ণপদ দাস। ধ্রুব পূর্ব গোমদণ্ডীর কৈবর্ত্য পাড়ার গোবিন্দ দাসের ছেলে। ধ্রুব গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এইদিন দুপূর ১টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাত্বক চন্দ (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার উত্তম চন্দের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.মো.আজমাইন জানান, সাত্বক চন্দ ও ধ্রুব নামের ২ শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়েছে।
