প্রধান পাতা

বোয়ালখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সুফির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রতীক সেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সহ-সভাপতি রেজাউল করিম বাবুল। সভায় ৫জন প্রশিক্ষণ প্রাপ্ত মাহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।