প্রধান পাতা

বোয়ালখালীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

(Last Updated On: )

বোয়ালখালীতে বসতঘর থেকে হিরন্ময় চৌধুরী (৫৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামের নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

হিরন্ময় চৌধুরী ওই এলাকার মৃত সচীন্দ্র বিজয় চৌধুরীর ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য প্রদীপ সূত্রধর বলেন, হিরন্ময় চৌধুরী গবাদিপশুর বনাজি চিকিৎসক ছিলেন। তার দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। আজ সকাল ১১টার দিকে বসত ঘরের নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। একটি হাতের লেখা চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।