প্রধান পাতা

বোয়ালখালীতে ভাড়াবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

(Last Updated On: )

বোয়ালখালীতে ভাড়াবাসা থেকে রোজী আক্তার (২৭) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলার ভাড়াবাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রোজী আক্তার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, বাসার শয়ন কক্ষের খাটের উপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোজী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।