বোয়ালখালীতে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ( ৬ মার্চ ২০২৩) উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান ,বোয়ালখালী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পণ্যের মোড়ক, পণ্যের ওজন, খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত সয়াবিন তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নুরজাহান ভেজিটেবল ওয়েল এজেন্সির প্রতিনিধি আবদুল্লাহ আল বাসেত কে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।