বোয়ালখালীতে মুক্তপ্রাচীর খেলাঘর আসরের প্রথম সম্মেলন ১৭ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার সকালে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, অতিথি ছিলেন , শিক্ষানুরাগী সমাজসেবক নজরুল ইসলাম আজাদ,দক্ষিণ জেলার সদস্য জসিম উদ্দিন, বোয়ালখালী উপজেলার সম্পাদক সাজ্জাদ হোসেন।
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ আলী মীর্জার সভাপতিত্বে আবু নাঈম বাবুর পরিচালনায় সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন নাদিয়া সুলতানা , খেলাঘরের ঘোষনা পত্র পাঠ কশেহিদুল ইসলাম সামী,দাবী নামা পাঠ করেন শিফতাহুল ওয়াসিফ।
সম্মেলনরে নির্বাচনী অধিবেশনে এস এম শাহনেওয়াজ আলী মীর্জাকে সভাপতি এম মুছিবুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য।
পরে সাংষ্কৃতিক অনুষ্ঠানে আসরের শিল্পীরা অংশগ্রহন করে।
ছবির ক্যাপশন : মুক্তপ্রাচীর খেলাঘরের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শৈবাল আদিত্য।
