প্রধান পাতা

বোয়ালখালীতে ৩ দোকানিকে লাখ টাকা জরিমানা

(Last Updated On: )

অস্বাস্থ্যকর উপায়ে বেকারি পণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করায় চট্টগ্রামের বোয়ালখালীতে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলার অলি বেকারি মোড়ে ও কানুনগোপাড়া মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় অলিবেকারি এলাকার আল কুতুবিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা, কানুনগোপাড়ার মিলন সুইটসকে ৩০ হাজার টাকা এবং শুভ সুইটসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ইউএনও মুহাম্মদ রহমত উল্লাহ জানান, অভিযান চালিয়ে যথাযথ প্রক্রিয়া না মেনে বেকারি পণ্য উৎপাদন, আয়োডিনহীন লবণ ও খাদ্যে রঙ দিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় তিন দোকানিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে এসব জব্দ করা পণ্য ধ্বংস করা হয়।