প্রধান পাতা

বোয়ালখালীতে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিপণনকারী ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, উপজেলার গোমদণ্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, লাইসেন্স ব্যতীত পশু খাদ্য বিক্রয়ের দায়ে বোয়ালখালী ভেটেরিনারি, শাকপুরা ভেটেরিনারি এবং জননী মেডিকো এন্ড ফিডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পশুখাদ্য আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।