প্রধান পাতা

বোয়ালখালীর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

(Last Updated On: )

বোয়ালখালীর এক ইউপি চেয়ারম্যানকে নগরে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম বেলাল হোসেন (৬০)।তিনি সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বেলাল হোসেনের বাড়ি সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরের সদরঘাট এলাকা থেকে তাকে থানা পুলিশ গ্রেপ্তার করে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলার আসামি বেলাল হোসেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

বেলাল হোসেনকে রোববার (১৬ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।