বোয়ালখালী বৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদের ২০২৫- ২০২৭ সালের নুতন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বোয়ালখালী বৈদ্যপাড়া সর্বজনীন বোধিদ্রুম বিহার প্রাঙ্গণে পঞ্চরত্ন স্মৃতি পরিষদের সভাপতি দীপংকর শ্রীজ্ঞানের সভাপতিত্বে ও অলক বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চরত্ন স্মৃতি পরিষদের এক সাধারণ সভায় এ কমিঠি গঠিত হয়। সভায় বিভিন্ন গ্রামের গণ্যমান্য, সুধীজন, সমাজ হিতৈষী , যুব ও তরুণ সমাজের সদস্যবৃন্দ, গ্রামের ২ টি রেজিস্ট্রার্ড ক্লাবের নেতৃবৃন্দসহ প্রত্যেকে গ্রাম, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর জোর দেন। সভার শুরুতে বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারের বিহারধ্যক্ষ শ্রীমৎ মৈত্রীপ্রিয় থেরো মঙ্গলাচরণ করেন। সভায় বক্তব্য রাখেন ডাঃ শুভময় চৌধুরী, দেশপ্রিয় বড়ুয়া,সনৎ বড়ুয়া, সেগুন মুৎসুদ্দী, শিক্ষক সুরঞ্জন বড়ুয়া টিংকু, বোধিমিত্র চৌধুরী, প্রনব চৌধুরী, আশীষ চৌধুরী, পলাশ চৌধুরী, রুপক বড়ুয়া, শৈবাল বড়ুয়া লোনেট, কল্যাণ বড়ুয়া, শোভন চৌধুরী, সজল মুৎসুদ্দী, তপু বড়ুয়া ও সাগর চৌধুরী প্রমুখ। সভায় ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে আলোচনা করা হয় এবং পরিশেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মত সিদ্ধান্তে দেশপ্রিয় বড়ুয়াকে সভাপতি, অলক বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও আশীষ চৌধুরীকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৭ সালের শক্তিশালী কমিটি গঠন করা হয়।