প্রধান পাতা

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কিডস জোন চালু

(Last Updated On: )

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর শিশুদের সময় কাটানো ও খেলাধুলার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিডস জোন তৈরি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির উদ্যোগে এ কিডস জোর তৈরি করা হয়। ২২ সেপ্টেম্বর সোমবার সীমিত পরিসরে এটি চালু করা হয়।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জানান, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো স্বাস্থ্য কমপ্লেক্সে আগত শিশুদের জন্য একটি কিডস জোন তৈরি করার, আজ থেকে বহির্বিভাগে চালু হলো কিডস কর্ণার। জায়গা স্বল্পতায় সীমিত পরিসরে চালু করতে পেরেছি। এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।