প্রেস রিলিজ

বোয়ালখালীতে খেলাঘরের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

খেলাঘর বোয়ালখালী উপজেলা সমম্মেলন প্রস্তুতি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার( ২৮ অক্টোবর২২) বিকালে উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি পরিষদের কো চেয়ারম্যান প্রনব রায় মিত্র এর সভাপতিত্বে সদস্য সচিব কাজল নন্দীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য।
সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন জামাল আবদুল নাসের, আবুল ফজল বাবুল, সজিব নাথ,প্রবীর শীল, মনিষা শীল, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা, ঐশী দে, হোসেনেয়া বেগম হ্যাপী।
সভায় আগামী ৯ ডিসেম্বর বোয়ালখালী উপজেলা সদরে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা সম্মেলনের পূর্বে সকল শাখা আসরের সম্মেলন সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়েছে ।