প্রধান পাতা

বোয়ালখালীতে খেলাঘর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত

(Last Updated On: )

বোয়ালখালীতে খেলাঘর উপজেলা কমিটির সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত হয়েছে । শুক্রবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্পাদক শৈবাল আদিত্য ।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজল নন্দীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডা. মিহির বরণ বড়ুয়া,সোপান খেলাঘরের সভাপতি জাসিম উদ্দিন,সাজ্জাদ হোসেন,প্রীতিলতা খেলাঘররের সভাপতি হিমেল দে,সাধারণ সম্পাদক নিশান দাশ,দীপায়ন খেলাঘরের সভাপতি প্রনব রায় মিত্র,তরুন বড়ুয়া, অনুপম বড়ুয়া, দ্বীপশিখা খেলাঘরের সভাপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া,সহ সভাপতি উত্তম কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া,পূর্বাশা খেলাঘরের সম্পাদক আকাশ নাথ, নয়ন নাথ,কিশোর কানন খেলাঘরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী,দিশারী খেলাঘরের সভাপতি জামাল আবদুল নাসের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতার, পিকলু সরকার, প্রবীর শীল ও মনিষা শীল

সভায় সর্বসম্মতিক্রমে জামাল আবদুল নাসের কে চেয়ারম্যান ও কাজল নন্দীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয় ।