বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ শহিদ মিনারে প্রভাত ফেরীর মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
পুষ্পার্ঘ্য নিবেদনের পর আসরের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে সহ সভাপতি শিবু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শহিদের রক্তে অর্জিত মাতৃভাষা বাংলাকে সর্বস্তরে বাস্তায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব, সহ- সাধারণ সম্পাদক তৃঞ্চা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শর্মি বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়া বড়ুয়া।
উপস্থিত ছিলেন মৈত্রী বড়ুয়া, স্বর্ণা বড়ুয়া, আনিকা বড়ুয়া, মমি বড়ুযা, জয়তি বড়ুয়া, অমিত বড়ুযা, দূর্জয় বড়ুয়া, হিমেল বড়ুয়া, বোধিমিত্র বড়ুয়া, নিবারণ বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া হিমী, সঞ্চিতা বড়ুয়া, সুবারণ বড়ুযা, অংকন বড়ুয়া ও প্রিয়ন্তি বড়ুয়া।