বোয়ালখালীতে মো. গিয়াস উদ্দিন নামের এক প্রবাসীর পাসপোর্ট হারিয়েছে । গত ১৬ ডিসেম্বর নিজ বাড়ী হতে উপজেলা সদরে আসার পথে তাঁর EB 0903058 নাম্বারের পাসপোর্টটি হারিয়ে যায় বলে জানান তিনি ।সম্ভাব্য সকল স্থানে খোজ করে না পেয়ে আজ ০২ জানুয়ারী বিকালে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী নং ৮০ দায়ের করেছেন গিয়াস উদ্দিন ।
কোন সহৃদয়বান ব্যাক্তি পাসপোর্টটি পেয়ে থাকলে ০১৮৯০-১৫৯৩৪৭ নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।