প্রধান পাতা

বোয়ালখালীতে মদ গাজাঁ উদ্ধার,গ্রেফতার ৩

(Last Updated On: )

বোয়ালখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ০২ জন আসামিকে ৯৫০ লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক গ্রেফতার করেন এবং অপর এক অভিযানে ০১ জন আসামিকে ০২ কেজি গাজা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।

সোমবার রাতে এসআই মিনহাজ, এএসআই সামসুদ্দোহা সংগীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয় ।

গ্রেফতাকৃতরা হলেন জৈষ্ঠ্যপুরার বিনোদ চৌধুরীর ছেলে শ্রীধাম চৌধুরী(৪০),মানস সুত্রধরের ছেলে রুপন সুত্রধর (৬০),পোপাদিয়ার ৫ নংওয়ার্ডের মো. শফির ছেলে মো. শহিদুল (৩৪)

এ সংক্রান্তে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুর করিম জানান গ্রেফতারকৃেতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।