প্রধান পাতা

বোয়ালখালীতে শহীদ আবদুল ওয়াজেদ এর ৫০ তম শাহাদাত বার্ষিকী পালন

(Last Updated On: )

বোয়ালখালীতে মুক্তিযুদ্ধের বীর শহীদ আবদুল ওয়াজেদ এর ৫০ তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।আজ শনিবার (২৮ আগষ্ট) সকালে পরিবারের উদ্যোগে তাঁর খতমে কোরআন ,মিলাদ মাহফিল ও জেয়ারত অনুষ্ঠিত হয়।


বিকালে খেলাঘর বোয়ালখালী উপজলোর উদ্যোগে বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজলোর পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম।


বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা মৎস্য অফসিার স্বপন চন্দ্র দে,সাংবাদিক রাজু দে,সেকান্দর আলম বাবর, দেবাশীষ বড়ুয়া রাজু ,স ম রবিউল হোসাইন, প্রভাস চক্রবর্ত্তী,হোসাইন মাহমুদ,দিশারী খেলাঘর আসররে উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, বোয়ালখালী ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, শহীদ আবদুল ওয়াজেদ ভাগিনা আবুল হাসনাত মোঃ ফয়সাল,শহীদ এখলাছুর রহমান এর ভাগিনা মোজাম্মেল হক এরশাদ,পটিয়া উপজেলা যুবলীগ নেতা মঈনুদ্দিন খালেদ রানা, সাইদু হাসান রুবেল, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল,নারী নেত্রী বিউটি চৌধুরী ,খেলাঘর সংগঠক পিকলু সরকার ,দিশারী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতার,সাংগঠনিক ,সম্পাদক যুথিকা দে ,সাংষ্কৃতিক সম্পাদক মনীষা শীল,ক্রীড়া সম্পাদক প্রবীর শীল, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক এস এম হায়দার ওসমান সিফাত,সাহিত্য সম্পাদক আবদুল্লাহ ফাহিম,সমাজ কল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য উপমা দত্ত, সোনিয়া শীল,শম্পা দে, সানজিদা আকতার লিজা , রাজিয়া বেগম শিমলা, প্রিয়া নাথ, পুষ্পিতা তালুদার , তানজিনা আকতার, অপর্না চৌধুরী প্রমুখ।


স্বরণ সভায় শহীদ আবদুল ওয়াজেদ এর বোন শামসুন নাহার,লুৎফুর নাহার,ভগ্নিপতি শামসুল আলম,নাতি
ফাতিন হাসনাত সোয়াত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সেজ বোন জেবুন নাহার এর আশু রোগ মুক্তি কামনা করা হয়।