প্রধান পাতা

বোয়ালখালীতে শিক্ষক রিটু বড়ুয়া পরলোকে

(Last Updated On: )

বোয়ালখালী উপজেলার চরনদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসরের সাহিত্য সম্পাদক আনিকা বড়ুয়া ,সদস্য আদিত্য বড়ুয়ার পিতা রিটু বড়ুয়া (৪৯) পরলোক গমন করেছেন । আজ শনিবার ( ০৩ জুলাই) দুপুর ১ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:স্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।

রিটু বড়ুয়া চরনদ্বীপ বড়ুয়া পাড়ার প্রয়াত শিক্ষক হিমাংসু বিমল বড়ুয়ার ২য় ছেলে । তিনি চরনদ্বীপ রজভিয়া সিনিয়র মাদ্রসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।

আজ সন্ধ্যায় চরনদ্বীপস্থ প্রয়াতের নিজ বাড়ীতে শেষকৃত্য অনুষ্টিত হবে ।

তাঁর অকাল মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারর্পাসন প্রফেসর মাহফুজা খনম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী, দক্ষিণ জেলার সভাপতি জসিম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব কুমার বসু, বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী, দ্বীপশিখা খেলাঘরের প্রতিষ্ঠাতা ডা. মিহির বরণ বড়ুয়া, সভাপতি পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্রব এক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।