বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রাম ও আমুচিয়া ইউনিয়নের তাজ কমিউনিটি সেন্টারে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ সম্বলিত ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হামিদুল হক মন্নান সহ প্রমুখ।