খেলা

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ফুটবলারের মৃত্যু

(Last Updated On: )

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। মারা গেছেন পাইলটও।

সোমবার (২৫ জানুয়ারি) লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। খবর ডেইলি মিররের।

লাস পালমাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে যে, ক্লাবটি ভিলা নোভার বিপক্ষে বিমানে করে খেলতে যাচ্ছিল। বেসরকারি সংস্থার এই বাণিজ্যিক বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করার পর পরই ভূপাতিত হয়।

তাতে ঘটনাস্থলেই প্রেসিডেন্ট লুকাস মেইরা, পাইলট ওয়াগনার মাচাদো, ফুটবলার- লুকাস পার্কদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি ও মার্কাস মোলিনারি মারা যান।