জাতীয়

মিরপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৪

(Last Updated On: )

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।

আজ রোববার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন নিখোঁজ এক ছাত্রীর বড় বোন।

মামলার পরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লকের ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন কলেজছাত্রী একসঙ্গে ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় টিকটক তারকা জিনিয়াসহ তিনজনের বিরুদ্ধে পল্লবী থানায় লিখিত অভিযোগ জানান ‘নিখোঁজ’ এক ছাত্রীর মা। বাকি দুজন হলেন- তরিকুল ও তার ভাই রকিবুল।

অভিযোগে বলা হয়, বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী পাচারকারীরা তিনজনকে ঘরছাড়া করেছে।